No Prem Lyrics Ariyan Mehedi

No Prem Lyrics না করলাম প্রেম পিরিতি না করলাম ভালোবাসা লোকে বলে আমি প্রেম করি না করলাম প্রেম পিরিতি না করলাম ভালোবাসা লোকে বলে আমি প্রেম...

No Prem Lyrics

না করলাম প্রেম পিরিতি

না করলাম ভালোবাসা

লোকে বলে আমি প্রেম করি

না করলাম প্রেম পিরিতি

না করলাম ভালোবাসা

লোকে বলে আমি প্রেম করি

লোকের তো কাজই এটা

শুধু শুধু কথা বলা

তোমরা কেনো বুঝো না

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

আমার এই স্বপ্ন গুলো

ভেঙ্গে দিলে তুমি

কেনো করলে এমনটা

আমার সাথে তুমি

আমি তো লয়াল ছিলাম

তোমার এই প্রেমে

জানতাম না কষ্ট পাবো

তোমার এই প্রেমে

না করলাম তোমায় মনে

তোমার মতো কত আসবে

আমার এই ছোট জীবনে

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

হাহা ভালবাসা I Hate You

ভুল বুঝে চলে গেলে

আমাকে ফেলে একা

আমি কি আবারও

পাবো তোমার দেখা

মন ভেঙে কি পেলে

আমায় শুধু বলো

আমিও হয়ে যাবো

ঠিকই অন্য কারো

একদিন তুই ঠিকই বুঝবি

তখন শুধু আমায় খুঁজবি

খুঁজে তো লাভ হবে না

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

তোমাকে পাওয়ার জন্য

কত কি করে ছিলাম

তবুও তোমায় পেলাম না

We will be happy to hear your thoughts

Leave a reply

Amlisten
Logo