top of page

Mone Pore Tomay Bare Bar Lyrics Ariyan MehediMone Pore Tomay Bare Bar Lyrics


মনে পরে আমার সেই বিকেল বেলা

মনে পরে তোমার সাথে আমার পথ চলা

মনে পরে আমার সেই বিকেল বেলা

মনে পরে তোমার সাথে আমার পথ চলা


মনে পড়ে তোমার সাথে

আমার প্রথম দেখাকবে হয়েছে প্রেম দুজনার

মনে পড়ে তোমায় বারে বার

কবে হয়েছে প্রেম দুজনার

মনে পড়ে তোমায় বারে বার


তুমি ভরদুপুরে দাঁড়িয়েছিলে

আমি জানলা খুলে উঁকি দিয়েছি

তুমি আমার দিকে যখন তাকালে

আমি তোমায় দেখে মুগ্ধ হয়েছি


মনে পরে আমার সেই বিকেল বেলা

মনে পরে তোমার সাথে আমার পথ চলা

মনে পড়ে তোমার সাথে

আমার প্রথম দেখা


কবে হয়েছে প্রেম দুজনার

মনে পড়ে তোমায় বারে বার

কবে হয়েছে প্রেম দুজনার

মনে পড়ে তোমায় বারে বার

13 views0 comments
bottom of page